রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত

রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত
রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত
নিউজ ডেস্কঃ সিলেটে শিশু রাজন হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সকালে সিলেট মেট্রোপলিটন ১ নম্বর আদালতের বিচারক সাহেদুল করিম চার্জশিট গ্রহণ করে মামলাটি আমলে নেন। পরে পলাতক তিন আসামি কামরুল, তার ভাই শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে জড়িত না থাকায় চার্জশিট থেকে দু'জনের নাম প্রত্যাহার করা হয়েছে। ১৬ আগস্ট সৌদি আরবে পালিয়ে থাকা কামরুলসহ ১৩ জনের নাম উল্লেখ করে রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। গত ৮ জুলাই শিশু রাজনকে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করে আসামিরা।

Post a Comment

Previous Post Next Post