কুলাউড়ায় ভ্রাম্যমান আদালত কতৃক জরিমানা

কুলাউড়ায় ভ্রাম্যমান আদালত কতৃক জরিমানা
তারেক হাসান: কুলাউড়া উপজেলা শহরের দক্ষিনবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত ৩০ জুলাই বৃস্পতিবার সকালে মাছ ও মোরগ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বোয়াল মাছের পোনা সংরক্ষণের দায়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৫অনুযায়ী সামছ উদ্দিনকে ১হাজার টাকা এবং রাস্থায় মোরগের খাচা রাখায় দন্ডবিধি ১৮৬০এর ১৮৬ধারায় তোফায়েল আহমদকে ৫শত টাকা জরিমানা করা হয়। পরে দন্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় অংশগ্রহনকারী উপজেলা মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ সত্যতা নিশ্চিত করেন। অভিযানে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই ফরিদ, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মোঃ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব এবং কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

Post a Comment

Previous Post Next Post