![]() |
কুলাউড়ায় হোটেল শ্রমিকদের সাথে সফি আহমদ সলমানের মতবিনিময় |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। ৭ জুলাই মঙ্গলবার রাতে উত্তরবাজার ফাল্গুনী হোটেলের ২য় তলায় অনুষ্টিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন হোটেল শ্রমিকদের সুখে দুঃখে সব সময় পাশে থেকে কাজ করে যাবেন এবং উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অফিসের ৫ বছরের ভাড়ার টাকা নিজের তহবিল থেকে প্রদান করবেন। সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য দেন কাদিপুর ইউপি সদস্য কাজল দেবনাথ, মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার ২৩৫৯ এর সাবেক সভাপতি লিয়াকত মিয়া, ২৩৫৯ এর সাধারন সম্পাদক সোহাগ মিয়া, কুলাউড়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েদ মুমিন, সাধারন সম্পাদক জমির আলী, কুলাউড়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পৌর শাখার সভাপতি হাসান মিয়া, সাধারন সম্পাদক আশিক খাঁন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মিজান, সাগর, কালাম, আলাউদ্দিন, গিয়াস, মিজান-২, বাবলু, পাবেল, জাবেদ প্রমুখ।