ঈদ যত ঘনিয়ে আসছে, রাজধানী তত ফাঁকা হচ্ছে

 ঈদ যত ঘনিয়ে আসছে, রাজধানী তত ফাঁকা হচ্ছে
 ঈদ যত ঘনিয়ে আসছে, রাজধানী তত ফাঁকা হচ্ছে
চৌধুরী রুম্মানঃ ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। শুক্রবার ভোর থেকে রাজধানী জুড়ে হালকা বৃষ্টিপাতের কারণে কিছুটা দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। তবে এ বৃষ্টি মাথায় নিয়েই শহর ছেড়ে যাচ্ছেন তারা। বাস, ট্রেন কিংবা লঞ্চ-- যে যেভাবে পারছেন, ছুটছেন আপনজনের পানে। ভোর থেকে রেল, বাস স্টেশন আর লঞ্চ টার্মিনালে ঢল নেমেছে যাত্রীর। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া সবকটি ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বৃষ্টির মধ্যেই ট্রেনের ছাদেও দেখা যায় ঘরমুখো যাত্রীদের ঢল। যাত্রীদের অভিযোগ, আজ প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ দেরিতে ছেড়ে যাচ্ছে। এর সাথে, বৃষ্টির কারণেও বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে স্টেশনে অপেক্ষারত যাত্রীদের। তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সকাল থেকে ঘরমুখোদের একই রকম ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। ট্রেনের মতই প্রতিটি লঞ্চের ছাদেই দেখা গেছে যাত্রীদের ঢল। এছাড়া,বাসে যারা নগরী ছাড়ছেন তারাও বিপাকে পড়েছেন বৃষ্টিতে। সকাল থেকে নগরীর তিনটি বাসস্ট্যান্ড দিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ পরপরই। তবে বাস ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। তবে এতসব অভিযোগ-দুর্ভোগ ছাপিয়ে উঠেছে যাত্রীদের ঘরে ফেরার আনন্দ।

Post a Comment

Previous Post Next Post