মির্জা ফখরুলের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ

মির্জা ফখরুলের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ
মির্জা ফখরুলের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ
নিউজ ডেস্কঃ পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে হাইকোর্টের দেয়া ৬ সপ্তাহের জামিন স্বাস্থ্যগত কারণে বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে এই জামিন বহাল রাখেন। সেইসঙ্গে ছয় সপ্তাহ জামিনের সময় শেষে বিএনপির এই নেতাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন আদালত। গত ৫ জানুয়ারি নাশকতার ঘটনায় রাজধানীর পল্টন থানায় এই তিনটি মামলা দায়ের করে পুলিশ। এদিকে, মির্জা ফখরুলের মুক্তিতে আইনগত কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

Post a Comment

Previous Post Next Post