নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার ০৯ জুলাই ২১ রমজান জনমিলন কেন্দ্রে এক ইফতার, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলামের সভাপতিত্বে ও রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রকিব, ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বিশিষ্ট আইনজীবি এডভোকেট এটিএম মান্নান, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল হোসেন, উপজেলা টেনিং সেন্টারের ইন্সট্যাক্টর মোঃ আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান ও মহিউদ্দিন ভুইয়া, লংলা আধুনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খূরশিদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী লেদু ও সাধারন সম্পাদক মুহিব আলী, জাপা (কাজি জাফর) উপজেলা সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, উপজেলা অডিটর শরীফ উদ্দিন আহমদ, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ সরকারী-বেসরকারী বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সকল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক. শিক্ষিকা এবং বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা আহছান উদ্দিন।