কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনীতে র‌্যালী, পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা

কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনীতে র‌্যালী, পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা
নিউজ ডেস্কঃ “সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ২৮জুলাই মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব এর পরিচালনায় জনমিলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহনেয়াজ, উপজেলা ইউসিসি লিঃ এর চেয়ারম্যান ফজলুল হক ফজলু, 
বরমচাল ইউপি পরিষদের চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সমাজসেবক ও মৎস্য চাষী নওয়াব আলী সাজ্জাদ খান, মৎস্য অফিস সহকারী আবু তাহের, ক্ষেত্র সহকারী আলমগীর হোসেন, মৎস্য চাষী নাজমুল ইসলাম, জেলে কয়েছ আহমদ বটলাই প্রমুখ। আলোচনার শুরুতেই পরিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আবু তাহের ও গীতা পাঠ করেন মিতুল চন্দ বিশ্বাস । আলোচনা সভা পরে বাংলাদেশ সরকারের মৎস্য অীধদপ্তরের উদ্যোগে কুলাউড়া উপজেলায় প্রাথমিক ভাবে ১২৩৪ জন জেলেদেরকে পেশা হিসেবে পৃথক আইডি কার্ড বিতরন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম । র‌্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, এনজিও প্রতিনিধ অংশ গ্রহন করেন। উল্লেখ্য, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ জানান, ২৮ জুলাই থেকে আগামী ৩ আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহে রয়েছে দেশের উন্নয়নে মৎস্য বিভাগের ভুমিকা নিয়ে সভা, মৎস্য বিভাগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে সিডি প্রদর্শন, বাংলাদেশ বিশ্বের মধ্যে মৎস্য চাষে ৪ নম্বর হওয়ার বিষয় নিয়ে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়, মাছ চাষের উপর ভিডিও প্রদর্শন ও মৎস্য চাষের সমাপনী অনুষ্ঠিত হবে ।

Post a Comment

Previous Post Next Post