![]() |
কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা |
তারেক হাসান: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদুল বাজার এলাকায় গতকাল ১০জুলাই শুক্রবার দুপুর ২টায় অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একই ইউনিয়নের রাজনগর এলাকার বাদশা মিয়ার কাছ থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান। কুলাউড়া উপজেলা নির্বাহী কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।