বৃষ্টি মাথায় সারাদেশে ঈদ জামাত

বৃষ্টি মাথায় সারাদেশে ঈদ জামাত
বৃষ্টি মাথায় সারাদেশে ঈদ জামাত
বৃষ্টি উপেক্ষা করেই দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রামে সকাল সাড়ে ৮টায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ এক কাতারে নামাজে অংশ নেন। এছাড়া একই সময় পুরো বন্দর নগরীতে প্রায় আড়াই'শর বেশি স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। এসময় নামাজ শেষে কোলাকুলি করে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন সবাই।
রাজশাহী: রাজশাহীতে বৃষ্টির মধ্যেই ঈদের নামাজ পড়তে জড়ো হন মুসল্লিরা। সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ রাজশাহী বাসী একসাথে নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
সিলেট: সিলেটে শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতে লক্ষাধিক মানুষ অংশ নেন। একই সময় হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির মসজিদ প্রাঙ্গণে ঈদের দ্বিতীয় জামাত শেষে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা। অনুষ্ঠিত হয়।
এছাড়া ময়মনসিংহ, রংপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post