![]() |
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে |
হোসাইন আহমদ: দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। দেশকে ভালবাসতে হবে এবং দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। কেউ যাতে আইন শৃঙ্খলার অবনতি না করে সে দিকেও পুলিশকে নজর রাখতে হবে। মন্ত্রী পুলিশকে সহযোগীতা করার জন্য মৌলভীবাজার বাসীর প্রতি অনুরোধ করেন। বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ লাইন্স কার্যালয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরের কথা গুলো বলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। জেলা পুলিশ সুপার শাহ্ জালালের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানসহ ইফতার মাহফিলে পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্ত, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।