![]() |
ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই |
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বুধবার সকালে এ সংক্রান্ত এক রিট আবেদন খারিজ করে এই আদেশ দেন হাইকোর্ট। এ আদেশে অসন্তোষ জানিয়েছে রিট আবেদনকারী শিক্ষার্থীরা। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে আজ এই রায় ঘোষণার দিন ধার্য করেন। গত ১৬ই মার্চ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা টানা দু'বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পেতেন। কিন্তু চলতি বছরে পাস করা শিক্ষার্থীরাই কেবল পরীক্ষায় অংশ নিতে পারবে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ১২ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী আ ফ ম মেজবাহ উদ্দিন বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছিল যে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না- সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রতীয়মান হয়েছে। অতএব এ বছর থেকে আর দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।'