![]() |
টিকিট যেন 'সোনার হরিণ', কারো উচ্ছ্বাস কারো অপেক্ষা |
নিউজ ডেস্কঃ রোববার সকাল ৯টা থেকে চতুর্থ দিনের মতো রোববার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আজ দেয়া হচ্ছে ১৬ জুলাইয়ের টিকিট। এ কারণে গতরাত থেকেই অগ্রিম টিকিটের অপেক্ষায় কমলাপুর স্টেশনে কাউন্টারের সামনে সময় পার করেছেন টিকিট প্রত্যাশী অনেকেই। কমলাপুরে মোট ৮টি কাউন্টারে দেয়া হচ্ছে বিভিন্ন রুটের অগ্রিম টিকেট। প্রত্যেকটি কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ। পুরুষদের পাশাপাশি নারীরাও লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করেছেন। লাইনের পেছনে যারা রয়েছেন, তাদের অনেকেই আশঙ্কা করছেন টিকেট না পাওয়ার। লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী বলেন, 'মহিলাদের জন্য আরেকটা আলাদা লাইন থাকলে ভালো হতো। পাশেই আরেক নারী বলেন, আমি গতবার ব্ল্যাকে টিকিট কিনেছিলাম। এবার কিসের টিকেট কিনবো বুঝতে পারছি না। ব্ল্যাকে একেকটা টিকেট ৫শ' থেকে ৮শ' টাকায় বিক্রি হচ্ছে।' আরেক টিকিট প্রত্যাশী হতাশা প্রকাশ করে বলেন, 'যত বড় লাইন দেখছি তাতে টিকিট পাবো বলে মনে হয় না। আল্লাহ যদি ভাগ্যে টিকিট লিখে রাখেন তাহলে হয়তো টিকিট পাবো।' এদিকে দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন, তারা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। টিকিট পেয়ে উচ্ছ্বসিত একজন বলেন, 'আমি ১৮ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেলাম। পরিবারের সঙ্গে ঈদ করতে পারবো ভেবে খুব ভালো লাগছে। ' পাশেই অন্য আরেকজন বলেন, 'আমার সিরিয়াল ছিল ১৭, চেয়েছিলাম চেয়ার কিন্তু আমাকে দেওয়া হয়েছে শোভন।' অন্যদিকে রেল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন আঠারো হাজারেরও বেশি অগ্রিম টিকিট বিক্রয় করছেন তারা।