![]() |
চীনের উপকূলে আঘাত হেনেছে টাইফুন চ্যান-হম |
অনলাইন ডেস্কঃ চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন চ্যান-হম। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৩ কিলোমিটার। আঘাত হানার পর গতিপথ পরিবর্তন করে এটি এখন দক্ষিণ দিকে সাংহাই শহরের দিকে ধেয়ে আসছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এড়াতে উপকূলীয় অঞ্চলের প্রায় ১০ লাখ মানুষকে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার পূর্ব উপকূলীয় অঞ্চলে বাতাসের বেগ ঘণ্টায় ১শ' ৮৭ কিলোমিটার রেকর্ড করা হয়। চ্যান-হমের তাণ্ডবে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে, দেশটির প্রায় ৪শ'টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ২৯ হাজার মাছ ধরার নৌকাকে বন্দর ছেড়ে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঝড়টি গত সপ্তাহের শুরুতে ফিলিপিন্স, জাপান ও তাইওয়ানে আঘাত হানে এবং এর ফলে ফিলিপিন্সে ৫ জন মারা যায়। চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ১৯৪৯ সালের পর সবচেয়ে শক্তিশালী টাইফুন।