গত একযুগে জাফলং-এ লাশ হয়েছেন অর্ধশতাধিক পর্যটক

গত একযুগে জাফলং-এ লাশ হয়েছেন অর্ধশতাধিক পর্যটক
গত একযুগে জাফলং-এ লাশ হয়েছেন অর্ধশতাধিক পর্যটক
অনলাইন ডেস্কঃ আনন্দ ভ্রমণে জাফলং বেড়াতে গিয়ে গত একযুগে লাশ হয়ে ফিরেছেন অর্ধশতাধিক ভ্রমণকারী। আর গত দুই বছরে মারা গেছেন ৭ জন। নদীতে সাঁতার কাটা নিষেধ থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই সাঁতার কাটতে নেমে লাশ হচ্ছে পর্যটকরা। কিন্তু দুর্ঘটনা রোধে প্রশাসনের নেই কোন উদ্যোগ। ঢাকা থেকে গত বুধবার জাফলং ঘুরতে আসে ৬ বন্ধু। এখানে এসে নদীতে গোসল করতে নামে তারা। কিন্তু কেউই সাতার না জানায় প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায় ৪জনকে। সাথে সাথে দুজনকে স্থানীরা উদ্ধার করলেও ওপর দু'জন হারিয়ে যায় নদীগর্ভে। একইভাবে গতবছরের ঈদের ছুটিতে নদীতে নেমে লাশ হয়ে ফেরেন ৫জন পর্যটক। স্থানীয়রা জানান, শুধুমাত্র গত ৬ বছরে ত্রিশজনের বেশি পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবছর এখানে দুর্ঘটনা ঘটলেও সতর্কতামূলক কোন ব্যবস্থা নেই প্রশাসনের। পর্যটকদের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকলেও নদীতে নামলে বাঁধা দেয়না পুলিশ কিংবা বিজিবি। সিলেট গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ আহমেদ রাসেল বলেন, 'উপজেলা প্রশাসন থেকে সতর্কীকরণ সাইনবোর্ড টানানো আছে এবং যারা সাঁতার না জানে তাদেরকে পানিতে না নামার জন্য মাইকিং করা হয়।' পিয়াইন নদীর স্বচ্ছ পানি দেখে গোসল করার লোভ সামলাতে পারেন না পর্যটকরা। ফলে মাঝে মাঝে পানির প্রবল স্রোত তলিয়ে নিয়ে যায় সাঁতার না জানা অনেক মানুষকে। কিন্তু এখানে কোন উদ্ধারকর্মী না থাকায় দুর্ঘটনার পর সিলেট শহর থেকে এসে উদ্ধার তৎপরতা চালাতে হয় ফায়ারসার্ভিসকে।  সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, 'জইন্তাপুর উপজেলায় যে ফায়ার স্টেশনটা হচ্ছে সেটা আগামী ডিসেম্বরের মধ্যে চালু করতে পারব। এটা চালু হলে এখানে কোন দুর্ঘটনা হলে আমরা দশ থেকে পনের মিনিটের মধ্যে চলে আসতে পারব।' সংশ্লিষ্টদের দাবি, অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় নদীগর্ভে গভীর গুহার সৃষ্টি হয়েছে। ফলে, পানির স্রোতে ভেসে গুহার ভিতরে চলে যাওয়ায় লাশ পাওয়া যায়না তাদের।
গত একযুগে জাফলং-এ লাশ হয়েছেন অর্ধশতাধিক পর্যটক

Post a Comment

Previous Post Next Post