এ পি জে আবদুল কালামের মরদেহ দিল্লিতে

এ পি জে আবদুল কালামের মরদেহ দিল্লিতে
এ পি জে আবদুল কালামের মরদেহ দিল্লিতে
নিউজ ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মরদেহ গৌহাটি থেকে নেয়া হয়েছে দিল্লিতে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দিল্লি বিমানবন্দরে দেশটির প্রধানমন্ত্রী সাবেক এই রাষ্ট্রপতির লাশ গ্রহণ করেন। এ সময় তিন বাহিনীর প্রধান সদ্য প্রয়াত এই কিংবদন্তী বিজ্ঞানীকে গার্ড অব অনার জানায়। বুধবার তামিলনাড়ুতে তার দাফন হবে বলে জানা গেছে। এর আগে সোমবার ৮৪ বছর বয়সী আবদুল কালাম শিলংয়ের বি-স্কুলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার পর রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিংবদন্তী এই বিজ্ঞানীর মৃত্যুতে ভারতে রাষ্ট্রীয়ভাবে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে। এ পি জে আবদুল কালামের জন্ম ভারতের তামিলনাড়ুতে, ১৯৩১ সালের ১৫ অক্টোবর। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ খেতাবে ভূষিত। গত ১৭ অক্টোবর ঢাকা সফরে এসে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি। তার পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম।

Post a Comment

Previous Post Next Post