টাইগারদের ৭ উইকেটের বিশাল জয়

টাইগারদের ৭ উইকেটের বিশাল জয়
টাইগারদের ৭ উইকেটের বিশাল জয়
আমিন জাহানঃ মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ বোলিং-ফিল্ডিংয়ের পর সৌম্য-মাহমুল্লাহর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে মাত্র ২৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান করে জয় তুলে নেয় টাইগাররা। এ জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরালো বাংলাদেশ। ২৪ রানে দুই উইকেট পতনের পর ১৩৫ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও মাহমুল্লাহ। জয়ের ৪ রান বাকি থাকতে অ্যাবোটের বলে হাশিম আমলার হাতে ৫০ রান করে ধরা পড়েন মাহমুদুল্লাহ। এর আগে, ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রাবাদার বলে বোল্ড হয়ে ৫ রানে ফিরেছেন তামিম ইকবাল। এরপর ৪র্থ ওভারে আবারও রাবাদার শিকারে পরিণত হন লিটন দাস। ফিরে যান ১৭ রানে। শেষ পর্যন্ত ক্যারিয়ারের ৩য় ফিফটিতে মাত্র ৭৯ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন সৌম্য সরকার। তার সঙ্গে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। এর আগে, টাইগারদের বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে ৪৬ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় প্রোটিয়া শিবির। এটি বাংলাদেশের বিপক্ষে দ. আফ্রিকার সর্বনিম্ন স্কোর। প্রোটিয়াদের পক্ষে ফাফ ডু প্লেসিস ৪১, বেহারডিন ৩৬ ও হাশিম আমলা ২২ রান করেন। বাংলাদেশের মুস্তাফিজ ১০ ওভারে ৩৮ রানে ৩, নাসির ২৬ রানে ৩, রুবেল ৩৪ রানে ২ উইকেট তুলে নেন। এছাড়া মাহমুল্লাহ ও মাশরাফি ১টি করে উইকেট পান। বাংলাদেশের সৌম্য সরকার তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।  সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে আগামী বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
*প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। 

Post a Comment

Previous Post Next Post