কুলাউড়া পৌরসভার ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৩২৩ টাকার বাজেট ঘোষনা

কুলাউড়া পৌরসভার ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৩২৩ টাকার বাজেট ঘোষনা
কুলাউড়া পৌরসভার ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৩২৩ টাকার বাজেট ঘোষনা
নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভার ২০১৫-২০১৬ সালের ৪কোটি ৩৭লাখ ৮০ হাজার ৩২৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। কুলাউড়া পৌরসভা মিলনায়তনে ২২ জুন সোমবার বিকেল ০৪টায় মেয়র কামাল আহমদ জুনেদ নতুন কোন করারোপ না করে ৪কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৩২৩ টাকার বাজেট ঘোষনা করেন। মেয়র কামাল আহমদ জুনেদ বাজেট ঘোষনা কালে পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরন, রাস্তাঘাট, ব্রীজ কালর্ভাট, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পৌর নাগরিকুসহ সরকারের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করে একটি সুন্দর আর্দশ পৌরসভা গঠনের আশাবাদ ব্যক্ত করেন। বাজেটে সর্বমোট আয় ৪কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৩২৩ টাকা ও ব্যয় ৪ কোটি ২৫ লাখ ১০হাজার ৮৪ টাকা এবং উদ্বৃত্ত ১২লাখ ৭০হাজার ২ শত ৩৭৯টাকা । প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৩শত ৮৯ টাকা ও ব্যয় ২ কোটি টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৭০ হাজার ২শত ৭৯টাকা। এ ছাড়া বাজেটে উন্নয়ন খাতে আয় ২ কোটি ২লাখ ৬৪ হাজার ৯শত ৩৪ টাকা ও ব্যয় ২ কোটি টাকা এবং সার্বিক বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯শত ৯৩৪ টাকা । বাজেটে রাজস্ব খাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে, মেরামত ও সংস্কার খাতে ৩৫ লাখ টাকা, নর্দমা-ড্রেন ময়লা আবর্জনা পরিস্কার খাতে ২৩লাখ টাকা, বিদ্যুৎ খাতে ২০ লাখ টাকা, খেলাধূলা ও সাংস্কৃতিক খাতে ২ লাখ টাকা, পশুর হাট খাতে ১০ লাখ টাকা, মশক ও বেওয়ারিশ কুকুর নিধন খাতে ১ লাখ টাকা, আর্থিক অনুদান ও সাহায্যে খাতে ৫ লাখ টাকা, জরুরী ত্রান খাতে ৪ লাখ টাকা। বৃক্ষরোপন ও রক্ষানাবেক্ষন খাতে ১ লাখ টাকা, শিক্ষা ও সামাজিক খাতে ২ লাখ টাকা, অপরদিকে উন্নয়ন খাতে উল্লেখ যোগ্য দিক হচ্ছে গুরত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৫০লক্ষ টাকা, উপজেলা শহর উন্নয়ন প্রকল্পে ২০ লাখ টাকা, পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহে ১০ লাখ টাকা, রাস্তা নির্মান খাতে ১৫ লাখ, রাস্তা মেরামত ও সংস্কার খাতে ১৫ লাখ টাকা, ড্রেন নির্মান খাতে ২০ লাখ টাকা, ব্রীজ কালভাট নির্মানে ৪ লাখ টাকা, ময়লা আবর্জনা ফেলার স্থান সংস্থান খাতে ১০ লাখ টাকা, সড়কবাতি স্থাপনে ৫ লাখ টাকা, অফিস ভবন খাতে ১০ লাখ টাকা, রিং ল্যাট্রিন খাতে ৩ লাখ টাকা । বাজেট ঘোষনা কালে সাংবাদিক সূধীজন ছাড়া ও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জয়নার আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, কাওছার আরিফ, মহিলা কাউন্সিলর রাবেয়া বেগম, পৌরসভা সচিব শরদিন্দু রায়, পৌর প্রকৌশলী কামরুল ইসলাম, হিসাব রক্ষক হীরেন্দ্র পাল, কর নির্ধারক তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। বাজেট শেষে পৌরসভার পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

Post a Comment

Previous Post Next Post