কুলাউড়ায় হাকালুকি উন্নয়ন প্রকল্পের এ্যাডভোকেসি সভা

কুলাউড়ায় হাকালুকি উন্নয়ন প্রকল্পের এ্যাডভোকেসি সভা
কুলাউড়ায় হাকালুকি উন্নয়ন প্রকল্পের এ্যাডভোকেসি সভা
তারেক হাসান: আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম-হংকং এর আর্থিক ও কারিগরী সহায়তায় ইনজিও সংস্থা প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্প(এইচএলডিপি) এর কার্যক্রম এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত হাওর মাস্টার প্ল্যান শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল ২৮ জুন রোববার দুপুর ০১টায় অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি অফিসার এম শাহনেয়াজ, রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম ও মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ। স্বাগত বক্তব্য রাখেন, হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প ম্যানেজার ফেরদৌস আলম। অনুষ্টানে সরকার কর্তৃক প্রণীত হাওর মাস্টার প্ল্যানটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন সিলেট শাহজালাল বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার ডেন্টিনা মারলিয়া, ফিল্ড ফ্যাসিলিটিটর সমরজিৎ সিংহ, অমল চন্দ ও ইয়াহিয়া চৌধুরী প্রমুখ। এ ছাড়া অনুষ্টানে মৎস্য জীবি, কৃষিজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post