![]() |
| বৈশাখী মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধে এলাকাবাসীর স্মারকলিপি |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার স্টেডিয়ামে বৈশাখী মেলার নামে হাউজি, জুয়া, লটারি, অশ্লীল নৃত্যসহ নানা অসামাজিক কার্যকলাপ বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল দুপুরে পৌর এলাকার ২৪৩ জন নাগরিকের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম। স্মারকলিপিতে সদর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাহিদ হোসেন, ১১নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রুমেল আহমদসহ রঘুনন্দনপুর, উত্তর জগন্নাথপুর, বনবীথি এলাকা, উত্তর ও দক্ষিণ কলিমাবাদ, চুবড়া, সোনাপুর এলাকার বাসিন্দারা স্বাক্ষর করেন। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন মাওলানা সাদিকুর রহমান, মো. লিয়াকত আলী, আব্দুর নুর, হাজী তোয়াব উল্লা, সাজাদুর রহমান, সাইফুল ইসলাম জুনেদ, হুমায়ুন কবির, সাহাবুদ্দিন আহমদ, মো. রাসেল আহমদ, নুরুল হুদা, শফি মাহমুদ, সুমন মিয়া প্রমুখ। স্মারকলিপির অনুলিপি দেয়া হয় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদকে। মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মারকলিপি আমরা পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
