![]() |
| ম্যানিলায় জুতা কারখানায় আগুন, নিহত ৭২, নিখোঁজ ২৬ |
অনলাইন ডেস্কঃ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২৬ জন শ্রমিক। বুধবার এ দুর্ঘটনার সময় কারখানাটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কারখানার প্রবেশমুখে ওয়েল্ডিং কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের বেশিরভাগই আগুনে পোড়া রাবার থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। বেঁচে যাওয়া শ্রমিকদের একজন জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে বের হতে না পারায় ভেতর আটকা পড়েন বহু শ্রমিক। দুইতলা বিশিষ্ট ভবনটির নিচ তলায় যারা কর্মরত ছিলেন কেবলমাত্র তারাই বের হতে সক্ষম হন বলেও জানান তিনি।
