অর্ধ লক্ষাধিক টাকার বাঁশ ও কাঠ জব্দ

অর্ধ লক্ষাধিক টাকার বাঁশ ও কাঠ জব্দ
অর্ধ লক্ষাধিক টাকার বাঁশ ও কাঠ জব্দ
এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলায় বনবিভাগ ও বিজিবি যৌথভাবে বৃহস্পতিবার(৩০এপ্রিল)পৃথক পৃথক অভিযান চালিয়ে অর্ধ লক্ষাধিক টাকার কাঠ ও বাঁশ জব্দ করেছে। জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোগালীছড়া নদী দিয়ে কয়েক হাজার বাঁশ পাচার করে নিয়ে যাওয়ার সময় বন বিভাগ ও বিজিবি মুরইছড়া ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে গাজিপুর চা বাগানের ৪ ও ৯ নং সেকশনে চা গাছের চারার মধ্যে লুকানো প্রায় এক হাজার ৩ শ মূলি ও মাকাল প্রকৃতির বাঁশ জব্দ করে। অপরদিকে বিজিবি-বনবিভাগ যৌথভাবে রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে কুলাউড়া সদর ইউনিয়নের হাসনপুর গ্রাম থেকে ৭২.৮৪ ঘনফুট চাপালিশ প্রজাতির গাছ জব্দ করে। জব্দকৃত গাছ ও বাঁশের বাজার মূল্য অর্ধ লক্ষাধিক টাকা বলে বন বিভাগ সুত্রে জানা গেছে। অভিযানে কুলাউড়া রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন,বিজিবি-৪৬ ব্যাটালিয়ানের ক্যাম্প কমান্ডার হাবিলদার আসলাম পারভেজ,বন বিভাগের মুরইছড়া বিট কর্মকর্তা চন্দন ভৌমিক,ফরেষ্ট গার্ড আব্দুল আজিজ ও বনপ্রহরী আকবর হোসেন অংশ নেন। কুলাউড়া রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, আটককৃত বাঁশ ও কাঠ গাজিপুর রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে এবং এব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post