২০১৪-১৫ অর্থবছরে ছয়টি চলচ্চিত্রে সরকারের অনুদান

২০১৪-১৫ অর্থবছরে ছয়টি চলচ্চিত্রে সরকারের অনুদান
২০১৪-১৫ অর্থবছরে ছয়টি চলচ্চিত্রে সরকারের অনুদান
বিনোদন ডেস্কঃ ২০১৪-১৫ অর্থবছরে ছয়টি চলচ্চিত্রকে সর্বমোট ২ কোটি ১০ লাখ টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্রে অনুদান সংক্রান্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অনুদান প্রাপ্তির জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মাহমুদ দিদারের 'বিউটি সার্কাস', মাসুদ পথিকের 'মায়া', নুরুল আলম আতিকের 'লাল মোরগের ঝুঁটি', এন রাশেদ চৌধুরীর 'চন্দ্রাবতী কথা', ফখরুল আরেফিনের 'ভুবন মাঝি' এবং শামীমা আকতারের 'রিনা ব্রাউন'। এবার প্রতিটি চলচ্চিত্রকে ৩৫ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। এক্ষেত্রে তরুণ নির্মাতাদের প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের বিষয় বৈচিত্র্য ও চিত্রনাট্যকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post