ভারত পুর্ণশক্তির দল নিয়েই আসছে

ভারত পুর্ণশক্তির দল নিয়েই আসছে
ভারত পুর্ণশক্তির দল নিয়েই আসছে
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। ১৫ সদস্যের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি। এবং সাবেক ওয়ানডে বিশ্বকাপ জয়ীদের তিনটি ওয়ানডের জন্য নেতৃত্ব দেবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। চলমান আইপিএলের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বিশ্রামের জন্য খুব কম সময়ই পাবেন ভারতীয় ক্রিকেটাররা। তাই গুঞ্জন ছিলো ক্রিকেটারদের আবেদনের ভিত্তিতে, বিসিসিআই হয়ত বিশ্রাম দেবেন দলের অভিজ্ঞ ক্রিকেটারদের। কিন্তু, সদ্য সমাপ্ত সিরিজে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের দুর্দান্ত ফর্মের কারণেই হয়ত, পূর্ণ শক্তির দল নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জুনে প্রথম সপ্তাহে ঢাকায় আসবে ভারত। টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন ভিরাট কোহলি। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন হারভজন সিং। টেস্ট দলের অন্যান্য সদস্যরা হলেন শেখর ধাওয়ান, রাহুল, বিজয়, পুজারা, রাহানে, রোহিত শর্মা, হৃদ্ধিমান শাহ, অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেষ যাদব ও ইশান্ত শর্মা। ধোনীর নেতৃত্বে ওয়ানডে দলের সদস্যরা হলেন, কোহলি, রোহিত শর্মা, রাহানে, ধাওয়ান, রাইনা, রাইডু, অশ্বিন, জাদেজা, পাটেল, মোহিত শর্মা, বিনি ও কুলকার্নি।

Post a Comment

Previous Post Next Post