কুলাউড়ায় যানবাহনে জরিমানা ও ২মাদক ব্যবসায়ীর কারাদন্ড

কুলাউড়ায় যানবাহনে জরিমানা ও ২মাদক ব্যবসায়ীর কারাদন্ড
নিউজ ডেস্কঃ কুলাউড়া ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান এর নেতৃত্বে ২১মে বৃহস্পতিবার কুলাউড়া পৌর শহরে দিনব্যাপী টাক্সফোর্সের অভিযান চালিয়ে অবৈধভাবে রাস্তার পার্শ্বে যানবাহন পার্কিং করার অপরাধে ১৭টি যানবাহনের চালক ও ৫টি দোকান মালিককে জরিমানাসহ ২মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। টাক্সফোর্স অভিযান পরিচালনাকালে অবৈধভাবে রাস্তায় পার্কিং করায় ১৭টি সিএনজি-পিক-আপ গাড়ী আটক করে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ ধারায় প্রতি চালককে ৫০০/-শত টাকা করে মোট ৮৫০০/-শত টাকা ও অবৈধ ৫টি দোকান মালিককে ৫ শত টাকা করে ২৫০০/-শত টাকাসহ মোট ১১৫০০/-টাকা জরিমানা করা হয়। পরে দন্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। এছাড়া ব্র্াক্ষণবাজার ইউনিয়নের লোহাইউনি চা বাগানের দু’মাদক ব্যবসায়ী হারিয়া টিলার নিরদ মহালি (৫২) ও ঝর্ণা টিলার মতি মহালি (৫০) কে অবৈধভাবে ৪শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। টাক্সফোর্স অভিযানে মাদকদ্রব্য পরিদর্শক মোঃ কামরুজাজামান,বিজিবি চাতলাপুর কমান্ডার হযরত আলী, কুলাউড়া ট্রাফিক সার্জেন্ট মোশাররফসহ ট্রাফিক ফোর্স, মৌলভীবাজার রিজার্ভ পুলিশ বাহিনী, ইউএনও অফিসের ষ্টেনো বিনয় চন্দ্র দেব,অফিস সহায়ক রুবেল অংশ নেন।

Post a Comment

Previous Post Next Post