![]() |
| ‘সিলেটবাসী’র ব্যানারে ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে মিছিল-সমাবেশ |
নিউজ ডেস্কঃ সজীব ওয়াজেদ জয় ও সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ কয়েছের বিরুদ্ধে কটুক্তি করায় ‘সিলেটবাসী’র ব্যানারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪টায় মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ শহীদ মিনারে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন কিছু প্রগতিশীলরা এভাবেই বেপরেয়া হয়ে উঠে। এমনকি কুটুক্তি করার দায়ে অভিলম্বে সিলেট বিদ্বেষী ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে । তা না হলে সিলেটবাসীকে নিয়ে তাকে এই সিলেটের মাঠি থেকে বিতাড়িত করা হবে। মিছিল ও সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ ছাত্রলীগের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
