![]() |
| চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ |
এম শাহবান রশীদ চৌধুরী : মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোগীর স্বজনরা অভিযোগ করেন রোববার(১৭মে) রাত সাড়ে ৮টায় দিকে কুলাউড়া উপজেলার সাধনপুর এলাকার ইনাম উল্য¬ার (৬৫) শ্বাস কষ্ট ও ইউরিন ইনফেকশনের সমস্যা দেখা দিলে প্রথমে তারা ২৫০শয্যার হাসপাতলে তত্বাবধায়ক ডাঃ সুব্রত রায় এর প্রাইভেট চেম্বারে নিয়ে যান। তার অবস্থার অবনতি দেখে ভর্তির নির্দেশ দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কোন ধরনের চিকিৎসা ব্যবস্থা না করে বেডে ফেলে রাখেন। প্রায় ১ঘন্টা বিনা চিকিৎসায় হাসপাতালের বেডে পরে থাকেন। ঐ সময় হাসপাতালের ভেতর অবস্থানরত কিছু প্রাইভেট ক্লিনিকের দালাল ক্লিনিকে নেয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে ইনাম উল্য¬া কোন চিকিৎসকের দেখা না পেয়ে মারা যান হাসপাতালের বেডে। পরে নার্সরা এসে তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের অভিযোগ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের মধ্যে কেই রোগীর কাছে আসেননি। এ ব্যাপারে হাসপাতালের আরএমও ও কর্তব্যরত চিকিৎসক জনবল সংকট থাকায় চিকিৎসা দিতে বিলম্ব হয় বলে জানান।
