![]() |
সালমান খানের সাজা স্থগিত |
বিনোদন ডেস্কঃ আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় অভিনেতা সালমান খানের ৫ বছরের কারাদণ্ডাদেশ স্থগিত করেছেন মুম্বাই হাইকোর্ট। এর ফলে তাকে জেলে যেতে না হলেও নতুন করে জামানতে সই করতে হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এর আগে বুধবার গাড়ি চাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যার দায়ে বছরের সাজা হয় বলিউড অভিনেতা সালমান খানের। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে শুক্রবার পর্যন্ত দুদিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন মুম্বাই হাইকোর্ট। ২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে চাপা দিয়ে ১ ব্যক্তিকে হত্যা ও চার জনকে আহত করে সালমান খান।