মৌলভীবাজারে রবীন্দ্র সঙ্গীত পরিষদের কমিটি গঠন; সমর সভাপতি-সলমান সম্পাদ

মৌলভীবাজারে রবীন্দ্র সঙ্গীত পরিষদের কমিটি গঠন; সমর সভাপতি-সলমান সম্পাদ
সমর সভাপতি-সলমান সম্পাদ
মৌলভীবাজারে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি শিল্পকলা একাডেমীতে গতকাল ৪ মে সোমবার গঠন করা হয়েছে । কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলীপ দত্ত ও প্রতীক এন্দ’র উপস্থিতিতে এড. সমর কান্তি দাশ চৌধুরীকে সভাপতি ও সৈয়দ সলমান আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু, শীলা তালুকদার, রনধীর রায়, ডা. দিলশাদ পারভিন চৌধুরী, এড. সুধাময় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, হাসানাত কামাল, শেখ নাইম দীপু, ঝুমুর রায়, অরুণ কুমার দাশ কোষাধ্যক্ষ মহাদেব কর্মকার। সদস্যরা হলেন- ছায়া রায়, এড. ভূষনজিত চৌধুরী মিলন, শাহাদাত হোসাইন, এড সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল, এড.আব্দুল মুকিদ মাইনু, অনিমেষ চৌধুরী, পার্থ সারথী কর ও অভিজিত দেবরায় রাজু। #বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post