![]() |
| ঢাবি ছাত্র নির্যাতন: ওসির ৩ বছরের কারাদণ্ড |
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আব্দুল কাদেরকে নির্যাতনের ঘটনায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। আর জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরো ৩ মাস জেল খাটতে হবে হেলাল উদ্দিনকে। ২০১১ সালের ১৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচা থেকে ডাকাতির আভিযোগে গ্রেপ্তার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুল কাদের। গ্রেপ্তারের পর কাদেরের ওপর অমানুষিক নির্যাতন চালায় পুলিশ। তদন্তে নির্দোষ হওয়ার পর ২০১২ সালের ২৩ জানুয়ারি কাদের বাদি হয়ে খিলগাঁও থানায় পুলিশ কর্মকর্তা হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
