কুলাউড়ায় মহান মে দিবস পালিত

কুলাউড়ায় মহান মে দিবস পালিত
কুলাউড়ায় মহান মে দিবস পালিত
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার মহান মে দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও পরিবহন শ্রমিকদের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখান থেকে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যা ৭টায় সড়ক পরিবহনের উত্তরবাজারস্থ কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক একেএম সফি আহমদ সলমান। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩) এর সভাপতি মোঃ দুদু মিয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইদুল ইসলাম লালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাবেক সহ সভাপতি নুর আহমদ ইঞ্জিনিয়ার, কুলাউড়া পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সংগঠনের জেলা শাখার সাবেক সহ সভাপতি সফি আহমদ ফারুক, সংগঠনের কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, বর্তমান যুগ্ম সম্পাদক ময়না মিয়া, কোষাধ্যক্ষ রইছ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য আব্দুল জব্বার বাবলু ও সফিক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ফজলুল করিম বাবুল, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম শামিম, দফতর সম্পাদক ফজলু মিয়া, প্রচার সম্পাদক বাবুল মিয়া, সদস্য গুতুম বাবু, হারুন মিয়া, আহাদ মিয়া,সোহেল মিয়া সহ সংগঠনের সদস্য বৃন্ধরা।

Post a Comment

Previous Post Next Post