কুলাউড়া উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়া উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুলাউড়া উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৪ মে বেলা সাড়ে ৪টা এনসি স্কুল মাঠে সহকারী কমিশনার (ভূমি) ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজমা আশরাফির সভাপতিত্বে এবং এনসি স্কুলের সহকারী শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাফিজুর রহমান চৌধুরী। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সৈয়দ কামাল উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ। এছাড়া উপস্থিত ছিলেন বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ভাটেরা ইউপি চেয়ারম্যান হাজী সিরাজ মিয়া, জয়চ-ি ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাধেশ্যাম রায় চন্দন ও মইনুল ইসলাম শামীম, উপজেলা স্কাউটস সম্পাদক প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, কায়ছার আরিফ, সমছুল ইসলাম সামছু ও ফয়জুর রহমান ফুল, দৈনিক সকালের খবর প্রতিনিধি ও সংলাপের স্টাফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, আব্দুল মোহিত বাবলু প্রমুখ।  টুর্নামেন্টে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার ১৪টি টিম অংশ নিয়েছে। ১ম পর্বে ৪টি গ্রুপ নিয়ে লীগ পদ্ধতিতে, বাকী পর্ব নক আউট পদ্ধতি অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কুলাউড়া পৌরসভা ফুটবল একাদশ বনাম বরমচাল ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হামিদুর রহমান মুরাদ। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন।

Post a Comment

Previous Post Next Post