![]() |
| শ্রীমঙ্গলে বজ্রপাতে ১ শিশু নিহত, আহত-২ (প্রতিকী ছবি) |
হোসাইন আহমদঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে সফর মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন গুরুত্বও আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচউন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফর মিয়া মির্জাপুর ইউনিয়নের পাঁচউন গ্রামের আজমল মিয়ার ছেলে। আহতরা হলেন, মিলাদ হোসেন (৮) ও রাজিব মিয়া (১১)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে ৩ শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সফর মিয়ার মৃত্যু হয় ও দু’জন আহত হন।
