কুলাউড়ায় বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন ২০মে

কুলাউড়ায় বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন ২০মে
কুলাউড়ায় বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন ২০মে
এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলা বিদ্যুৎ বিভাগ ও নির্বাহী প্রকৌশলী আবু জাফর খানের সীমাহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ বিদ্যুতের সচেতন গ্রাহক সমাজের উদ্যোগে ডাক বাংলোস্থ গণপাঠাগার মিলনায়তনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে শনিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এই জরুরী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হক, সাপ্তাহিক সীমান্তের ডাকের উপদেষ্টা মন্ডলীর সভাপতি রফিকুল হক টিপু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, পরিবহণ শ্রমিক ইউনিয়নের (২৩৫৯) আয়বায়ক আব্দুস সহিদ মাখন, জাসদ নেতা শফিক মিয়া, পৌর জাসদ নেতা শফিক মিয়া আফিয়ান, সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল মোক্তাদির, সংলাপের সাহিত্য সম্পাদক ও দৈনিক যুগভেরীর নিজস্ব সংবাদদাতা চয়ন জামান, সংলাপের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক উত্তরপূর্বের কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় যথেষ্ট লোকবল ও সরকার ঘোষিত উন্নয়নের রূপরেখা বিদ্যমান থাকলেও কুলাউড়া পিডিবির নির্বাহী প্রকৌশলী ও মুষ্টিমেয় কিছু কর্মকর্তাদের চূড়ান্ত অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্থ বিদ্যুৎ ব্যাপক ব্যবস্থা সমালোচনা করা হয়। পিডিবির নির্বাহী প্রকৌশলী এতটাই উন্নাসিক আচরণ করেন যে জনপ্রতিনিধিদের করা কলও তিনি রিসিভ করার প্রয়োজন মনে করেন না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। সাংবাদিকদের কল তিনি রিসিভ করেন না বলে উপস্থিত সাংবাদিকরা অনুযোগ জানালে ভাইস চেয়ারম্যান এ মন্তব্য করেন। ক্ষোভের সাথে তিনি আরও জানান, আমার কল তো দূরে থাক, তিনি উপজেলা চেয়ারম্যানের কলও রিসিভ করার গরজ দেখান না। সভা থেকে আগামী ২০ মে বুধবার দুপুর ১২টায় স্টেশন চৌমুহনায় সর্বস্তরের অংশগ্রহণে এক মানববন্ধনের আহবান জানানো হয়। তারপরও যদি অবস্থার কোন উন্নতি না হয় তাহলে আরও ব্যাপক ও কঠোর কর্মসূচী পালনেরও হুঁশিয়ারী প্রদান করেন সভায় উপস্থিত আলোচকরা। এসময় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post