ইতিহাস গড়ার দিনে তামিমের ডাবল সেঞ্চুরি

ইতিহাস গড়ার দিনে তামিমের ডাবল সেঞ্চুরি
ইতিহাস গড়ার দিনে তামিমের ডাবল সেঞ্চুরি
আমিন জাহানঃ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। আর খুলনা টেস্টের ৫ম দিনে সফরকারীদের বিপক্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৩৮৩ রান। এর আগে জুলফিকার বাবরকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিযে সাজঘরে ফিরেন ইমরুল। আউট হওয়ার আগে খেলেছেন ১৫০ রানের এক দুর্দান্ত ইনিংস এবং তামিমের সঙ্গে জুটিতে করেছেন ৩১২ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো টেস্টের তৃতীয় ইনিংসে এই প্রথমবারের মতো তিনশ রানের জুটি গড়ার অনন্য সাফল্যের অংশীদার এখন বাংলাদেশের এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান। এর আগে, ১৯৬০ সালে কলিন কাউড্রে ও পুলার জুটি বেঁধে রান তুলেছিলেন ২৯০। দিনের শুরুতে, তামিম ইকবাল ও ইমরুল কায়েস দুজনই যেন সমান তালে লড়ছিলেন, সমান তালে রান করেছেন। দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। শুক্রবার ১৩৮ ও ১৩২ রানে অপরাজিত থেকে দিন শেষ করা তামিম-ইমরুল শনিবার টেস্টের শেষ দিনে ১৫০ রান পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ১৫০ বা ততোধিক রান করার কীর্তি গড়েন টাইগার ওপেনার তামিম ও ২ ওভার পর আরেক বাঁ-হাতি ওপেনার ইমরুলও ক্যারিয়ারে এই প্রথম ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে ১৫১ রানের নান্দনিক ইনিংস উপহার দেন তামিম। ইতোমধ্যে এই দুজনের মহাকাব্যিক জুটির কল্যাণে বাংলাদেশের ইনিংস ৩০০ পেরিয়ে গেছে। ফলে বিনা উইকেটেই লিড পেয়েছিলো বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ‍উইকেটে ৩১২ রান।

Post a Comment

Previous Post Next Post