সৌরভ টুইট; সাবাস তামিম ইকবাল

সৌরভ টুইটা; সাবাস তামিম ইকবাল
সৌরভ টুইট; সাবাস তামিম ইকবাল
মোহাইমিন ইসলাম মাহিনঃ নিজে বাঙ্গালি বলেই হয়তো বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখেন। আর সাফল্য পেলে অভিনন্দন জানাতেও দেরি করেন না সৌরভ। ব্যতিক্রম হয়নি পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও। তামিম ইকবালের দ্বিশতক আর বাংলাদেশ দলের সাফল্যে উচ্ছ্বসিত ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। শনিবার সৌরভ টুইটারে লিখেছেন, সাবাস তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট দলকে এত ভালো খেলতে দেখে দারুণ লাগছে। তোমাদের নিয়ে গর্ববোধ করছি। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের টেস্ট অভিষেক। অধিনায়ক হিসেবে সেটা সৌরভেরও প্রথম টেস্ট ছিল। ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে টস করতে নেমেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে এর আগে দুজন বাঙালি কখনো টস করতে নামেনি। ঐতিহাসিক ঘটনাই বটে!

Post a Comment

Previous Post Next Post