![]() |
| ভারত সিরিজের জন্য টাইগার দল ঘোষণা |
স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে আগেভাগেই টাইগারদের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ২৩ সদস্যের এই দলে তেমন কোনো চমক নেই। তবে, বিশ্বকাপের পর আবারো ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম। আর পাকিস্তান সিরিজের পর এই সিরিজেও উপেক্ষিতই থেকে গেলেন পেসার আল আমিন হোসেন। ২০ মে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের কন্ডিশনিং কোচ মারিও ভিলাবারানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগাররা ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। প্রাথমিক দল কোন ফরম্যাটের জন্য তা বিসিবি জানায়নি। এই প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্পের পর প্রথমে টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। এদিকে, বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রায় সব ক্রিকেটারই এই প্রাথমিক দলে আছেন। তাই ধারণা করা হচ্ছে অনুশীলন ক্যাম্পের পরই বিসিবি চূড়ান্ত দল ঘোষণা করবে।
২৩ সদস্যের টাইগার দলে আছেন: তামিম, কায়েস, মুমিনুল, মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিক, সৌম্য সরকার, শুভাগত হোম, লিটন দাস, নাসির, এনামুল হক, সাব্বির, তাইজুল, আরাফাত সানি, জুবায়ের, মাশরাফি, তাসকিন, রুবেল, মুস্তাফিজুর, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ও রনি তালুকদার।
২৩ সদস্যের টাইগার দলে আছেন: তামিম, কায়েস, মুমিনুল, মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিক, সৌম্য সরকার, শুভাগত হোম, লিটন দাস, নাসির, এনামুল হক, সাব্বির, তাইজুল, আরাফাত সানি, জুবায়ের, মাশরাফি, তাসকিন, রুবেল, মুস্তাফিজুর, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ও রনি তালুকদার।
