![]() |
| সেই প্রশিক্ষক কামালও মারা গেলেন |
নিউজ ডেস্কঃ রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী তামান্নার মৃত্যুর এক মাস পর তার প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাঈদ কামালও মারা গেছেন। মঙ্গলবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফ্লাইং অ্যাকাডেমির চিফ গ্রাউন্ড ইনস্ট্রাকটর আতিউর রহমান। মরদেহ দেশে আনার পর বৃহস্পতিবার দুপুরে তার জানাজা হবে বলেও জানান ওই কর্মকর্তা। এর আগে গত ১লা এপ্রিল রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ঘটনাস্থলে মারা যান প্রশিক্ষণার্থী তামান্না রহমান (২২)। এসময় দগ্ধ হন প্রশিক্ষক সাইদ কামাল।
