![]() |
নওশাবার প্রতিরুদ্ধের টিজার প্রকাশ |
বিনোদন
বিনোদন
বিনোদন
প্রকাশ হলো ছোট পর্দার জনপ্রিয় মুখ উধাও খ্যাত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের তৃতীয় ছবি ‘প্রতিরুদ্ধ’র প্রথম টিজার। এই ছবিটির পরিচালনা করেছেন জাগো-খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই ছবিটির শুটিং দেশের বিভন্ন স্থানে সম্পন্ন হচ্ছে। এরইফাঁকে অনলাইনে মুক্তি দেয়া হয়েছে প্রতিরুদ্ধের প্রথম টিজার। ১ মিনিট ৪৯ সেকেন্ডের এই টিজারে ছবিটির গল্প সম্পর্কে সামান্য আঁচ পাওয়া যায়। ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। প্রতিরুদ্ধ চলচ্চিত্রে নওশাবা ছাড়াও অভিনয় করেছেন খিজির হায়াত খান ও অমিত সিনহা এবং নওশাবা। উল্লেখ্য, এর আগে নওশাবা অমিত আশরাফের পরিচালনায় ‘উধাও’ এবং রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্টাকশন’ ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে প্রতিরুদ্ধ ছাড়াও ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন নাটক-বিজ্ঞাপনের কাজে।