সেলফি নিয়ে যা লিখলেন সঙ্গীতশিল্পী আসিফ

সেলফি নিয়ে যা লিখলেন  সঙ্গীতশিল্পী আসিফ
সেলফি নিয়ে যা লিখলেন  সঙ্গীতশিল্পী আসিফ
সেলফি। বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শব্দ। সেলফি সম্বন্ধে যার ধারনা নাই, সে নির্ঘাত বোকা কিংবা এলিয়েন। সেলফি জ্বরে আক্রান্ত পুরো বিশ্ব। চীনা প্রেসিডেন্ট লি কেকিয়াং এর সঙ্গে সেলফি তুলে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হচ্ছে এটাই এযাবৎ কালের সবচেয়ে দামী সেলফি । রোমানিয়ায় অভিনব কায়দায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ছাদে নিহত হয়েছে কলেজ ছাত্রী। সেলফি মানে কি ? শুধুই নিজের ছবি তোলা ? না,সেলফি মানে হচ্ছে তোলার সময় মুখের মানচিত্রে পরিবর্তন এনে একটা জ্যামিতিক এঙ্গেল তৈরী করা । যেখানে নাক, ঠোঁট চোখ, ভ্রু সহ মুখের স্বাভাবিক অবস্থা না থাকা। ফেসবুকে একটা সেলফি না দিলে তারুন্যের মনস্তাত্তিক হজমে সমস্যা দেখা দেয়। ২০০২ সালে প্রথম জাপান গিয়েছিলাম। তখনি দেখলাম মোবাইলে ক্যামেরা সংযুক্ত। সঙ্গীতশিল্পী তপন চৌধুরীকে বলেছিলাম – দাদা, দুনিয়াতে নতুন আজাবের আমদানী ঘটলো। শো-বিজে সেলফি রোগীর অভাব নেই। কারো চোখে চোখ পড়া মাত্রই আমি সেলফি মুডে চলে যাই। এটা ছড়িয়ে পড়েছে মহামারী আকারে, সর্বক্ষেত্রে। সেলফি রোগীদের জন্য একটা সুখবর না দিয়ে পারছিনা, যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চালু হয়েছে সেলফি কোর্স, স্কলার শীপের ও ব্যবস্থা আছে

Post a Comment

Previous Post Next Post