মির্জা ফখরুল বঙ্গবন্ধু মেডিকেলে

মির্জা ফখরুল বঙ্গবন্ধু মেডিকেলে
মির্জা ফখরুল বঙ্গবন্ধু মেডিকেলে
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সকাল ৭টা ৪০মিনিটে মির্জা ফখরুলকে নিয়ে কাশিমপুর থেকে বঙ্গবন্ধু মেডিকেলের উদ্দেশে রওয়ানা হন কারা কর্তৃপক্ষ। তবে সকাল সোয়া ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ তার হাসপাতালে পৌঁছার বিষয়টি নিশ্চিত করতে পারেনি। কাশিমপুর কারাগারের পার্ট-২ এর জেলসুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, নিয়মিত পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, চিকিৎসকরা যদি মনে করেন যে তাকে ভর্তি করাতে হবে তাহলে কেন্দ্রীয় কারাগারের তত্ত¡াবধানে তাকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে পরীক্ষা শেষে আবার কাশিমপুরে নিয়ে আসা হবে।সুত্রঃ জাগো নিউজ

Post a Comment

Previous Post Next Post