ইয়েমেনে নিহত শিশুর সংখ্যা ১১৫

ইয়েমেনে নিহত শিশুর সংখ্যা ১১৫
ইয়েমেনে নিহত শিশুর সংখ্যা ১১৫
নিউজ ডেস্কঃ ইয়েমেনে গত প্রায় এক মাস ধরে সৌদি নেতৃত্বাধীন আরবজোটের বিমান হামলায় কমপক্ষে ১১৫ শিশু নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে বিকলাঙ্গ হয়েছে ১৭২ শিশু। শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফি বউলিরেক সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি এটা রক্ষনশীল পরিসংখ্যান।’ তিনি জানান, ২৬ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে বিমান হামলায় কমপক্ষে ৬৪ শিশু নিহত হয়েছে। বাকী ২৬ শিশু মারা গেছে অবিস্ফোরিত গোলা ও স্থল মাইনের আঘাতে, ১৯ জনের মৃত্যু হয়েছে বন্দুকের গুলিতে এবং তিনজনের মৃত্যু সংঘর্ষেও হলেও তার কারণ যাচাই করা যায়নি। সংস্থাটি আরও জানিয়েছে, গত ২৬ মার্চ থেকে ১৪০ শিশুকে সশস্ত্র গ্রুপে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ইয়েমেনে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৫১জনই বেসামরিক নাগরিক

Post a Comment

Previous Post Next Post