অনলাইন নিউজ পোর্টালের জন্য দুঃসংবাদ!

অনলাইন নিউজ পোর্টালের জন্য দুঃসংবাদ!
অনলাইন নিউজ পোর্টালের জন্য দুঃসংবাদ!
অনলাইন ডেস্কঃ সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রযুক্তি। যেমন বদলে গেল গুগলের সার্চিং সেবা। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল নতুন সার্চ অ্যালগরিদম চালু করবে গুগল। মঙ্গলবার থেকেই চালু হলো এই অ্যালগরিদম। নতুন নীতিমালা অনুযায়ী গুগল সার্চ ফলাফলের শীর্ষে প্রাধান্য পাবে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের কনটেন্ট। বাংলাদেশের অধিকাংশ নিউজ পোর্টাল গুলো মোবাইল ফ্রেন্ডলি না হওয়া গুগল সার্চে পিছিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অধিকাংশ ওয়েবসাইটের ৬০ শতাংশ ট্র্যাফিক আসে মোবাইল থেকে। এজন্যই গুগলের এই সিদ্ধান্ত নিয়েছে। গুগল এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করতে ওয়েবসাইটের মালিকদের দুই মাস সময় দিয়েছিল। একই সাথে কী ধরণের পরিবর্তন আনতে হবে, সে সম্পর্কেও অনেক তথ্য দিয়েছিল। গুগল সার্চ ফলাফলের ক্ষেত্রে সবসময় গুরুত্ব দিয়েছে কীওয়ার্ড সম্পর্কিত ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটের কন্টেন্টকে। তবে এবার এই নীতি থেকে সরছে গুগল। গুগলের মতে, কন্টেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে একটি ওয়েবসাইট একজন ব্যবহারকারী ঠিকভাবে ব্রাউজ করতে পারছে কিনা, সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। একটি ওয়েবসাইটে কেবল ভাল কন্টেন্ট থাকলেই হবে না। সব ধরণের ডিভাইস থেকে সেই কন্টেন্ট পড়তে পারার মত উপযোগী করতে হবে ওয়েবসাইটকে।

Post a Comment

Previous Post Next Post