টাইগারদের ৭ উইকেটের জয়

টাইগারদের ৭ উইকেটের  জয়
টাইগারদের ৭ উইকেটের  জয়
আমিন জাহানঃ মিরপুরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। সাকিব-সাব্বিরের জোড়া ফিফটিতে ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় মাশরাফির দল। সাকিব ৪১ বলে ৫৭ ও সাব্বির ৩২ বলে ৫১ রান করেন। খেলার একপর্যায়ে বাংলাদেশ ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও সাকিব-সাব্বির ১০৪ রানের জুটি গড়ে দলকে দারুণ জয় এনে দেন। ব্যাটিংয়ে নেমে টাইগার ওপেনার সৌম্য সরকার ০ রানে রানআউট ও তামিম ১৪ রানে ওমর গুলের বলে হাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে মুশফিক উইকেটে এসে সাকিবের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওয়াহাবের দুর্দান্ত একটি ডেলিভারিতে ১৯ রানে বোল্ড হয়ে ফেরেন মুশফিকও। মুশফিকের আউটের পর সাকিবের সঙ্গে জুটি বাধেন সাব্বির রহমান। এর আগে, নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে পাকবাহিনী। টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে বেশ বেগ পেতে হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের। দলের পক্ষে ওপেনার মুখতার ৩৭ ও হারিস সোহেল ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে অভিষিক্ত মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রানে ২ উইকেট দখল করেন। এছাড়া তাসকিন ও আরাফাত ১টি করে উইকেট নেন।
সুত্রঃসময় টিভি
টাইগারদের ৭ উইকেটের  জয়
টাইগারদের ৭ উইকেটের  জয়

Post a Comment

Previous Post Next Post