বাংলাদেশ-পাকিস্তান সিরিজে টাইটেল স্পন্সর ‘ড্যান কেক’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে টাইটেল স্পন্সর ‘ড্যান কেক’
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য ‘ড্যান কেক’। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলেনে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে বাংলাদেশ দলের স্পন্সরের দায়িত্ব পায় বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ড। মূলত তাদের মাধ্যমেই ড্যান কেক এই সিরিজের স্পন্সর হয়েছে। বিসিবির বিপণন বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ড্যান কেককে স্পন্সর হিসেবে পেয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘ক্রিকেটের নতুন পার্টনার হিসেবে ড্যান কেক আমাদের পাশে এসে দাঁড়ানোয় তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আশা করছি তাদের সহযোগিতায় ক্রিকেট আরও এগিয়ে যাবে।’ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলাম আমরা। আশা করছি আমাদের এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ সংবাদ সম্মেলেনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘নতুন স্পন্সর বাংলাদেশের ক্রিকেটে সৌভাগ্য বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস। আশা করি তারা ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবে।’ উল্লেখ্য, আসন্ন বাংলাদেশ সফরে পাকিস্তান তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ ম্যাচ খেলবে। আগামী ১৭ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে দুই দলের সিরিজ শুরু হবে। একই মাঠে অপর দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ এপ্রিল।

Post a Comment

Previous Post Next Post