![]() |
মেঘনায় ট্রলারডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৫ |
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরো তিনজনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে। এখনো উদ্ধার তৎপরতা চলছে। বুধবার রাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর এলাকায় বালুবাহী এক নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারটিতে ৭৫ জনের মতো যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, মা-বাবার দোয়া নামে বালুভর্তি ওই বাল্কহেড ঢাকার দিকে যাওয়ার পথে রাত আটটার দিকে যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডের সামনের অংশ ট্রলারের সঙ্গে গেঁথে যায়। দুর্ঘটনার সময়ই ট্রলারের একজন যাত্রী মারা যান। ওই ট্রলারে তখন অন্তত ৭৫ জন যাত্রী ছিল। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ থাকে। দুর্ঘটনার পরই বাল্কহেডের চালক ও অন্যান্য লোকজন পালিয়ে যায়। পুলিশ বাল্কহেডটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাল্কহেডের সামনের অংশ ট্রলারের সঙ্গে গেঁথে গেলে চালক ও স্টাফরা এটি ফেলে পালিয়ে যায়। ট্রলারের যাত্রী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পিয়াস (২৫) জানান, তারা মেঘনা-গোমতী সেতুর (দাউদকান্দি সেতু) বাউশিয়ার লঞ্চঘাট থেকে ট্রলারে করে চাঁদপুরের বেলতলীর লেংটার মেলায় যাচ্ছিলেন।