![]() |
কুলাউড়ায় স্বাস্থ্য দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা |
নিউজ ডেস্কঃ 'নিরাপদ পুষ্টিকর খাবার; সুস্থ্য জীবনের অঙ্গীকার' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য দিবস- ২০১৫ উৎযাপন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে হাতি ব্যান্ড পার্টি সহ এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কুলাউড়া শহর প্রদক্ষিন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান
কবীর চৌধুরীর সভাপতিত্বে ও সিএইচপিপি মোঃ আবুল কাশেম ওসমানীর পরিচালনায়
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২আসনের এমপি মোঃ
আব্দুল মতিন। । বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা প্যানেল
চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান
সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিয়ার রহমান, উপজেলা পরিবার
পরিকল্পনা কর্মকর্তা মধূসূদন পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
এমওসিএইচপিও ডাঃ সুলতান আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুল হক, ডাঃ সাইদ এনাম, ডাঃ
মহিউদ্দিন আহমদ প্রমুখ। আলোচনা সভার পূর্বে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজি সংস্থ্যার
প্রতিনিধি নিয়ে শহরে হাতি নিয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।