![]() |
সুরমা একাডেমীর সমাপনী ও জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা |
নিউজ ডেস্কঃ ০৬ এপ্রিল সোমবার দুপুর ১২টায় কুলাউড়া উপজেলার ব্রাম্মন বাজার ইউনিয়নের শ্রীপুরে সুরমা একাডেমী আয়োজিত স্কুলের ২০১৪ সালের সমাপনী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরমা একাডেমী প্রাঙ্গনে স্কুলের অধ্যক্ষ বদরুল হোসেন খানের সভাপতিত্বে ও একাডেমীর পরিচালক খয়রুল হোসেন খানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, ইউছুফ-তৈয়বুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ করিম, আমির ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ সফিকুর রহমান সিদ্দিকী, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার রমজান আলী, সুরমা একাডেমীর শিক্ষক ইমদাদুল হক, কর্মধা ইসলামী একাডেমীর পরিচালক মাও, আপ্তাব উদ্দিন, সালাম খান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাও. ফয়জুর রহমান, ব্রাম্মনবাজার ইউনিয়ন তরুন লীগের সম্পাদক জয় খান আতিক, স্থানীয় ব্যবসায়ী সাইফুর রহমান রানু, জাকারিয়া হোসেন মোহন প্রমুখ । পরে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য অতিথিবৃন্দ একাডেমীর সমাপনী ও জিপিএ-প্রাপ্ত ২০১৪ সালের শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট্র তুলে দেন। এ ছাড়া সুুরমা একাডেমীর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষকরা প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।