ব্যাস্ত সময় কাটাচ্ছেন বাঁধন

ব্যাস্ত সময় কাটাচ্ছেন বাঁধন
ব্যাস্ত সময় কাটাচ্ছেন বাঁধন
বিনোদন ডেস্কঃ পাঁচটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রতিদিনই নিয়ম করে এসব নাটকের কাজে সময় দিতে হচ্ছে। নাটকগুলো হচ্ছে এশিয়ান টিভির ‘জীবনের গল্প’, এনটিভির ‘দলছুট প্রজাপতি’, বাংলাভিশনের ‘ঘোমটা, বৈশাখী টিভির ‘সাপলুডু’ ও সদ্য নির্মাণ শুরু হওয়া ‘মেঘে ঢাকা শহর’। ধারাবাহিকের পাশাপাশি খণ্ড ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করছেন বাঁধন। এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। সামনে আরও কিছু নাটকে অভিনয় করবো। তবে একটা কথা নিশ্চিত করে বলতে পারি, যেসব কাজ করছি সেগুলোর গল্প খুবই ভাল। অন্তত কেউ বলতে পারবেন না গৎবাঁধা কোন নাটক হয়েছে। এরই মধ্যে আগামী রোজার ঈদকে সামনে রেখে বেশ ক’জন শিল্পী কাজ শুরু করেছেন। এক্ষেত্রে বাঁধনের কি অবস্থা? তিনি বলেন, যেসব নাটক টেলিছবিতে অভিনয় করেছি তার মধ্যে কিছু ঈদের জন্যও রয়েছে। তাছাড়া সময় তো এখনও রয়েছে। আশা করছি শিগগিরই আরও কয়েকটি নাটকের কাজে হাত দেবো।

Post a Comment

Previous Post Next Post