৫৭ তলা মিনি স্কাই সিটি নির্মিত হলো মাত্র ১৯ দিনে

৫৭ তলা মিনি স্কাই সিটি নির্মিত হলো মাত্র ১৯ দিনে
৫৭ তলা মিনি স্কাই সিটি নির্মিত হলো মাত্র ১৯ দিনে
অনলাইন ডেস্কঃ চীনের একটি নির্মাণ কোম্পানি মাত্র ১৯ দিনে ৫৭ তলা উঁচু ভবন তৈরি করেছে। ব্রড গ্রুপ নামের প্রি-ফ্যাব্রিকেটেড নির্মাণ কোম্পানিটি দেশটির দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চ্যাংশায় এই এপার্টমেন্ট ভবনটি নির্মাণ করে। এ প্রসঙ্গে কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার (ভিজিএম) জিয়াও চ্যাংগিন জানান, ভবনটির ৯৫ শতাংশই পূর্বে তৈরিকৃত উপাদান দিয়ে নির্মাণ করা হয়েছে। মিনি স্কাই সিটি নামের এই ৫৭ তলা ভবনটির উচ্চতা ২০০ মিটার। এর মোট নির্মাণ এরিয়া ১ লাখ ৮০ হাজার বর্গমিটার। ভবনটিতে রয়েছে ৮০০ আবাসিক এপার্টমেন্ট যা ৪ হাজার লোকের বসবাসের জন্য যথেষ্ট। এছাড়া থাকছে ৩ দশমিক ৬ কিলো মিটার পায়ে হাঁটার পথ। প্রথমে বিল্ডিংটির ডিজাইন করা হয়েছিল ৯৭ তলার জন্য এবং ২০১৪ সালের গোড়ার দিকে এর কাজ শুরুও হয়েছিল এবং মাত্র সাত দিনে ২০ তলার নির্মাণ কাজ সম্পন্নও করা হয়েছিল। কিন্তু নিকটবর্তী এলাকায় বিমানবন্দর থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে স্কাই সিটির আকাশ ছোঁয়ার লক্ষমাত্রা ৯৭ তলা থেকে কমিয়ে ৫৭ তলা স্থির করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারির ১ তারিখে পুনরায় নির্মাণ কাজ শুরু হয় এবং ১৬ ফেব্রুয়ারির মধ্যে অবশিষ্ট ৩৭ তলার নির্মাণ সম্পন্ন হয়। এ ১৬ দিনের মধ্যে চার দিন খারাপ আবহাওয়ার কারণে নির্মাণ কাজ বন্ধ ছিল। সব মিলিয়ে ৫৭ তলার ভবন নির্মাণে মোট সময় লাগে ১৯ দিন। জিয়াও চ্যাংগিন জানান, সনাতন পদ্ধতিতে কাজ করলে ৫৭ তলার এই ভবনটি তৈরি করতে সময় লাগতো অন্তত দুই বছর। কিন্তু প্রি-ফেব্রিকেটেড উপকরণ এসেমব্লিং করে গড়ে প্রতিদিন তিন তলা (প্রায় ৯৪৭৪ বর্গমিটার নির্মাণ এরিয়া, উচ্চতা সাড়ে ১০ মিটারেরও বেশি) নির্মাণ করা সম্ভব হয়। এখন ভবনটির অভ্যন্তরীণ ডেকোরেশনের কাজ চলছে এবং শিগগিরই এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। তিনি দাবি করেন, ভবনটি ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকতে সক্ষম। মিনি স্কাই সিটি ভবনটির ‘স্কাই স্ট্রিটের’ আদলে নির্মিত, যেখানে প্রতিটি তলা উল্লম্বভাবে যুক্ত। নির্মাণের অভিনবত্বের জন্য এ দালানের চারপাশের বাতাস হবে বিশুদ্ধ। এতে ব্যবহৃত কাচ শক্তি সংরক্ষণে সহায়ক এবং অন্য ভবনের তুলনায় এখানে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ১২ হাজার টন কম হবে। অল্প সময়ে আকাশছোঁয়া ভবন বানানোর জন্য কোম্পানিটি বেশ পরিচিত লাভ করেছে। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে তাদের নির্মিত ভবন রয়েছে। জিয়াও আরো জানান, পুরো ভবনটিতে খুব কমই সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এতে ৫ লাখ ৮০ হাজার ধাতব মিশ্রিত স্ক্রু ব্যবহার করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড়টির ব্যাস ছিল ৩২ মিলি মিটার এবং সবচেয়ে ছোটটির ব্যাস ছিল ১৬ মিলি মিটার। গড়ে প্রতি বর্গমিটারে ৩টি স্ক্রু ব্যবহৃত হয়েছে। এসেমব্লিং বিল্ডিং প্রয়োজনে খুলে নেয়া যায় যা প্রচলিত বহুতল ভবনগুলোর ক্ষেত্রে সম্ভব হয় না। সাধারণ বহুতল ভবন সরানোর প্রয়োজন হলে বিস্ফোরণের সাহায্যে সেগুলো ধ্বংস করতে হয়। কিন্তু এ ধরনের ভবনের ক্ষেত্রে বিস্ফোরণের প্রয়োজন হয় না। বরং এসব ভবন সহজেই পিস বাই পিস খুলে ফেলা যায় এবং এর প্রায় ৯০ শতাংশই ফ্যাক্টরিতে রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা যায়। ব্রড গ্রুপ কোম্পানি সর্ব প্রথম ২০১০ সালে সাংহাই এক্সপোতে একদিনে ৬ তলা ভবন এবং একই বছরে মাত্র ৬ দিনে একটি ১৫ তলা হোটেল নির্মাণ করে এবং পরের বছর ২০১১ সালে মাত্র ১৫ দিনে একটি ৩০ তলা হোটেল নির্মাণ করে।

Post a Comment

Previous Post Next Post