কুলাউড়ায় চক্ষু হাসপাতালের উদ্বোধন


কুলাউড়ায় চক্ষু হাসপাতালের উদ্বোধন
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় “সৃষ্টির সৌন্দর্য্য বাদ যাবে না দৃষ্টির জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথম বেসরকারীভাবে উপজেলা পর্যায়ে চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ০৩এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় কুলাউড়া পৌরশহরের উছলাপাড়াস্থ জুঁই প্লাজায় চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। কুলাউড়া চক্ষু হাসপাতালের অন্যতম পরিচালক, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম প্রদীপ ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ হেমন্ত পালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুল হক, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সেক্রেটারী মোঃ আব্দুল ওয়াহিদ, কুলাউড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, চক্ষু হাসপাতালের পরিচালক মোঃ আব্দুর রফিক চৌধুরী, আব্দুল মালিক সেলিম, মোঃ জাহাঙ্গীর আলম, সোলেমান হোসেন, ইন্তাজ আলী ও জালাল আহমদ প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের পরিচালক গোপাল দেব। পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম কেক ও ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন । উল্লেখ্য, ২৫ জন বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ মিলে কুলাউড়ায় বেসরকারী ভাবে প্রথম চক্ষু হাসপাতালটি প্রতিষ্টা করেন ।

Post a Comment

Previous Post Next Post